নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাড়িবহরের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ।
এ ঘটনায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। এ ছাড়া ৫টি বাস, ১টি পিকআপ ভ্যান ও ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন বিএনপির নেতা-কর্মীরা।
নোয়াখালী জেলা মহিলা দলের সহ-সভানেত্রী রওশন আরা নূর বলেন, আমরা ১১টার দিকে চট্টগ্রামে রোডমার্চে যোগ দিতে ফেনীর পথসভায় যাচ্ছিলাম। এ সময় আমাদের গাড়িবহর বসুরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা হামলা চালায়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, আমাদের গাড়িবহর চট্টগ্রামের পথে। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
এ হামলায় গুরুতর আহত হয়ে নুরুল হুদা এবং রওশন আরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
সংবাদমাধ্যম প্রথম আলোকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, বিএনপির গাড়িবহরে কারা নাকি ঢিল মেরেছিল। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কারা ঢিল ছুড়েছিল, তা শনাক্ত করা যায়নি। পুলিশ সড়কের ওপর গাড়ির ভাঙা কাচ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।