আগস্ট ১২, ২০২৩, ০৯:১৭ পিএম
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড কোনো সাধারণ হত্যাকাণ্ড না, এ হত্যাকাণ্ড ছিল সদ্যস্বাধীন বাংলাদেশকে জন্মের পরেই মেরে ফেলার দেশি-বিদেশি চক্রান্ত।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট সাধারণ হত্যাকাণ্ড না হওয়া সে কারণেই হাতে গোনা কিছু খুনিদের জুনিয়র/অফিসারদের বিচার সম্পন্ন হলেও ওই ঘটনার নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনের বিকল্প নাই।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের কাজ ও অনেক কঠিন তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কাজটি আমাদের করতে হবে।
তিনি বলেন, আমরা চারটি দাবি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছি, আমাদের দাবি আবেগের দাবি না, এই দাবি যৌক্তিক দাবি।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের অনেক সুযোগ দেয়া হয়েছে ২০০১-২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে, তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না।
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘৭৫ এর নেপথ্যে কী ছিল তা সকলের জানা প্রয়োজন, ১৫ আগস্টের হত্যার পেছনের কুশীলবদের বের করে তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মিলন যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ।