বিএনপির ‘এক দফা’ খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৩, ০৭:৫৬ পিএম

বিএনপির ‘এক দফা’ খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ‘এক দফা’ খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। 

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বে এ বছর ২২ দেশে নির্বাচন হবে। বাংলাদেশ ছাড়া কোন দেশে খুঁজে পাচ্ছি না যেখানে বড় বড় দেশ কোন প্রতিনিধি দল গিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে। শুধুমাত্র বাংলদেশে। কি অপরাধ আমাদের গণতন্ত্রের? আমাদের উন্নয়নের? 

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যদি ইচ্ছা হয় নির্বাচনে আসেন, না হয় যা ইচ্ছে তা ই করেন। তবে আমি বলতে চাই আগুন নিয়ে খেলবেন না। ২০০৩ ও ২০১৫ আর ২০২৩ সাল কিন্তু এক না।

বিএনপির সাথে সহাবস্থানের কোনো রাস্তা খোলা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে। আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। শত্রুর সাথে কীসের সহাবস্থান?

তিনি আরও বলেন, গণতন্ত্রের যারা প্রবক্তা, মানবাধিকারের যারা প্রবক্তা তাদের যদি বলি ইউক্রেন যুদ্ধে এক বছরে ৭৫ বিলিয়ন ডলার দিয়েছেন। রেজাল্ট কি? সুদানে দুই জেনারেলের দ্বন্দেব প্রাণহানি, সোমালিয়ায় প্রতিমিনিটে ক্ষুধায় একজন মারা যাচ্ছে। জাতিসংঘের কথা ইসরাইল শোনে না। তারা পেয়েছে শুধু বাংলাদেশ। পান থেকে চুন খসলেই নিষেধাজ্ঞা দিবে, ভীসানিীতি দিবে-হুমকি ধামকি। আর মির্জা ফখরুলের লাফালাফি।

সেতুমন্ত্রী বলেন, ওয়াশিংটনের রিপাবলিকান ইন্সটিটিউট বাংলাদেশের ৬৪ জেলার সমীক্ষা করে পেয়েছে এই মুহুর্তে বাংলাদেশে নির্বাচন হলে ৭০ ভাগ ভোট শেখ হাসিনা পাবে। সব ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জ্বালা। বিএনপি নিজের দেশের প্রশংসা করতে জানে না, আজকে সারা দুনিয়া বাংলাদেশের প্রশংসা করে।

ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক শক্রতার বিদ্বেষের রাজনীতির জন্য আজীবন বিরোধী দলে থাকতে হবে বিএনপিকে। শেখ হাসিনার উন্নয়ন দেখে অন্তরজ্বালায় মরছে বিএনপি।

১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা বলেও অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে এরা জঙ্গিবাদ সৃষ্টি করেছে এখন তারাই আবার দেশকে পাকিস্তান বানাতে চায়।  জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তির সাথে মিলিত হয়ে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায় বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বর্তমান স্বাধীন নির্বাচন কমিশনই বহাল থাকবে। এ সময় বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, পছন্দ হলে নির্বাচনে আসুন, না হলে যা ইচ্ছা তা-ই করুন। তবে নির্বাচনে নির্বাচনে বাধা দিতে আগুন নিয়ে খেলতে আসবেন না। খবর আছে। আসলে প্রতিহত ও সমুচিত জবাব দেওয়া হবে। 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১৫ আগস্টে খালেদা জিয়ার প্রতিহিংসামূলক জন্মদিন পালন নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, একজনের কয়দিন জন্মদিন থাকে। এ পর্যন্ত ছয়টি জন্মদিন পাওয়া গেছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!