বিএনপির এক দফার দিন শেষ; চোখে মুখে অন্ধকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৩, ০৮:৫৭ পিএম

বিএনপির এক দফার দিন শেষ; চোখে মুখে অন্ধকার: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

‘বিএনপির মুখে গণতন্ত্র মানায় না’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “তারা নিষ্ঠুর ও প্রতিশোধ পরায়ণ। বিএনপির এক দফার দিন শেষ। দলটি চোখে মুখে অন্ধকার দেখছে।”

মঙ্গলবার বিকেলে রাজধানীর নগর ভবনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মানবাধিকারের ছবক দেয়া দেশেই গণতন্ত্র নেই, খুন বাড়ছে, যারা মানবাধিকারের ছবক দেয় তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারছে না?”

এসময় তিনি আরও বলেন, “বিশ্ব রাজনীতিতে আজ যারা মোড়ল, মাতব্বর সেই মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার নেই। সেখানে গণতন্ত্র নেই এবং খুনের সংখ্যা বাড়ছেই। তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয় কিন্তু তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। তারা ইসরায়েলকে থামায় না। এ সময় মানবাধিকার কোথায় থাকে?”

আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ওরা আসে আমরা যাই, চিনের সাথেও সফর বিনিময় হয়েছে।”

ওবায়দুল কাদের এ প্রসঙ্গে আরও বলেন, “এর আগে আমাদের এক সভাপতিমন্ডলীর সদস্যের নেতৃত্বে কানাডা গিয়েছে আমাদের প্রতিনিধি দল, এবার আবার আমাদের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে। আমাদের পক্ষ থেকে একটা নিয়ম আছে। করোনার কারণে আমাদের নিয়মটা দেরিতে পালন করছি।”

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, “ আমাদের পাঁচ জনের একটি প্রতিনিধি দল গেলো আর ওদের চোখে মুখে সারারাত দুশ্চিন্তা, ঘুম নেই। ভারতে প্রতিনিধি পাঠিয়ে আবার কী করছে! ভারত আমাদের বন্ধু। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ! আমরা জনগণের সাথে আছি, জনগণের ফরমায়েশে চলি।” 

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, “ একজন মানুষের কয়টা জন্মদিন থাকে। আপনার নেত্রীর ৬টা জন্মদিন কেন? এ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, তাদের রাজনীতি করার অধিকার নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।  ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যান্য ছাত্রনেতারা   উপস্থিত ছিলেন।

Link copied!