মে ৭, ২০২৪, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
অনিবন্ধিত পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদে ফিরোজ আহমেদ স্বপনের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ফিরোজ খান প্রশ্ন করেছিলেন, “সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে। আমাদের অনলাইন পত্রিকার নিয়মকানুন কী আমরা জানি না। অনিবন্ধিত অনলাইন পত্রিকায় জ্বালায় আমরা অস্থির। এটা নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কিনা?”
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “বেশ কিছু ভুঁইফোঁড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে।”
তিনি আরও বলেন, “অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসিকে) অনুরোধ জানানো হবে।”
জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। যারা পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেন, তারাও এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, যারা এমন অপসাংবাদিকতার চর্চা করেন, তারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। এই দাবি শুধু সংসদ সদস্যদের নয়, বা রাজনীতিবিদ বা সমাজের অন্যান্য স্তরের জনগণের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকেই এসেছে।”