গতকাল সরকারের নতুন সিদ্ধান্তের পর আজ থেকে দেশীয় বাজারে কেরোসিন এবং ডিজেলের দাম দ্বিতীয় দফায় ২ টাকা কমেছে। ফলে ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১ এপ্রিল) বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় জানানো হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর নতুন ভাড়া কার্যকর করা হবে।
নতুন হিসাবে দূরপাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে তাদের সুপারিশকৃত নতুন বাস ভাড়ার সঙ্গে একমত হয়েছেন পরিবহন মালিকরাও।
সুপারিশ অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা ধার্য করা হয়েছে।