ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

জাতীয় ডেস্ক

জুন ১৪, ২০২৪, ১২:২৪ পিএম

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ঋণের চাপে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে পৌরসভার মাদরাসা পাড়ার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়া‌হিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বাবার নাম মৃত জয়নাল আবেদীন।

পরিবারিক সূত্রে জানা যায়, সম্ভবত রাতে তিনি আত্মহত্যা করেছেন। সকালে ঘরের বারান্দায় লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে ৭ জনের নাম রয়েছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শফিকুল ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন। এছাড়াও পুলিশ লাইন্স এলাকায় তার একটি পানের দোকান রয়েছে। তার পরিবারে পাঁচ মেয়ে ও একছেলে রয়েছে। পরিবার চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। এজন্য বেশ কয়েকজনের কাছে ঋণ করেন। পাওনাদাররা ঋণের টাকার জন্য বিভিন্নভাবে চাপ দিতেন আর এ কারণেই তিনি চিরকুটে সাতজনের নাম লিখে আত্মহত্যা করেছেন।

শফিকুল ইসলাম চিরকুটে যে সাতজনের নাম লিখে গেছেন তারা হলেন মো. জুয়েল ইসলাম, মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ সামিউল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. হাবু ও পৌর শহরের কলোনির একজন।

এ ঘটনায় মো. হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মানুষকে লোন দিয়ে থাকি। তবে শফিকুল ইসলামকে কোনও প্রকার লোন দেইনি। তিনি আমার নাম কেন লিখেছেন সেটা আমি জানি না। তবে আমি ছাড়া বাকি কয়েকজনের সঙ্গে তার লেনদেনের সম্পর্ক রয়েছে।”

এ বিষয়ে ওসি এবিএম ফিরোজ ওয়া‌হিদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি চিরকুটে কয়েকজনের নাম লিখে আত্মহত্যা করেছেন এটি কি তিনি লিখেছেন নাকি কাউকে ফাঁসানোর জন্য অন্য কেউ লিখে রেখেছেন সেটা আমরা তদন্ত করে দেখছি। এ মুহূর্তে অন্য কিছু বলা সম্ভব না।” 

Link copied!