ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় চালকল মালিক ও ব্যবসায়ী আবদুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা তিনটার দিকে শহরের গোশালা সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সময় আবদুর রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। ঘটনার পর তিনি বাড়িতে যান। আবদুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। সদর উপজেলার খাজানগর এলাকায় তার বড় কয়েকটি চালকল আছে।
ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার ওসি মশাররফ হোসেন বলেন, ‘গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিটি ভবনের তৃতীয় তলার কাচ ভেদ করেছে। তবে ওই তলায় কোনো বাসিন্দা থাকে না। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।’ খবর প্রথম আলো।
এ ব্যাপারে কথা বলতে আবদুর রশিদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। তবে তার ভাতিজা খাজানগর এলাকার গোল্ডেন অটো রাইস মিলের মালিক শিল্পপতি জিহাদুজ্জামান প্রথম আলোর সঙ্গে কথা বলেন। জিহাদুজ্জামান বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক।
জিহাদুজ্জামান বলেন, ‘সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলায় বেশ কয়েকটি বড় হাটের ইজারা আহ্বান করা হয়েছে। এর মধ্যে আইলচারা পশুর হাটের দরপত্র কেনা হয়েছে। এই হাটের দরপত্র উত্তোলন করায় চরমপন্থী সংগঠনের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি আমলে না নিয়ে দরপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু চাচা (রশিদ) আমাদের প্রধান অভিভাবক। তাঁর পরামর্শেই ব্যবসা-বাণিজ্য করা হয়। তাঁর বাসায় গুলির ঘটনাটি দরপত্রকেন্দ্রিক মনে করছি। এতে বিএনপির মধ্যে থাকা বিপথগামী কয়েকজন নেতাও জড়িত থাকতে পারেন।’