আগস্ট ২৪, ২০২৪, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত
চলমান বন্যা পরিস্থিতিতে একদিনের বেতনের টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন ও জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মন্ত্রিপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের টাকা দিয়েছেন।
আরও বলা হয়েছে, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার গঠিত ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। দেশের সব জেলা আদালতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের টাকা দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এ ছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও সংগঠনটি অংশগ্রহণ করছে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।