সেপ্টেম্বর ২২, ২০২৩, ০২:১৬ পিএম
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার আহ্বান জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উজরা জেয়ার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে আহ্বান জানান তিনি।
পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত প্রতিনিধি দলের সবশেষ কার্যক্রমের ওপর সংবাদ সম্মেলনে আজরা জেয়ার বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে দুই জনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে এ সময় জানান আজরা জেয়া।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আজরা জেয়া। প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তায় দেয়া, বাংলাদেশ সরকারের মানবিক উদারতা বলেও উল্লেখ করেন তিনি।