সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি দিতে পারব না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৫:৪২ পিএম

সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি দিতে পারব না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না; কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে আব্দুল মোমেন বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ, তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও–পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়...। কেউ জ্বালাও–পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্র পছন্দই করে না, কোনো লোকও পছন্দ করে না। এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’

প্রসঙ্গত, জাতীয় পার্টির নজরুল ইসলাম গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–১ আসনে (সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং সিলেট সদর উপজেলা) তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেও মনোনয়নপত্র জমা দেননি। সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেনকে। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।

Link copied!