দ্বাদশ সংসদ নির্বাচন প্রশ্নে চলমান রাজনৈতিক মতভেদ সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচনে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকে সর্বদা স্বাগত জানাবে। পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়।
বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এসব কথা বলেন।
আজ বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। তিনি ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
নির্বাচন কমিশন এমন একটা সময় তফসিল ঘোষণা করল, যখন নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটগুলো। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামীকাল বৃহস্পতিবার হরতাল ডেকেছে।
জামায়াতে ইসলামীও একই কর্মসূচি দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণার প্রতিবাদে আজই নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি পালন করেছে।