কনস্টেবল কাওসার মানসিকভাবে অসুস্থ ছিলেন: আইজিপি

জাতীয় ডেস্ক

জুন ১১, ২০২৪, ০৩:৫০ পিএম

কনস্টেবল কাওসার মানসিকভাবে অসুস্থ ছিলেন: আইজিপি

ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, “সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাওসার যে মানসিকভাবে অসুস্থ ছিলেন সেটি পুলিশ বিভাগ জানত। কাওছার সুস্থ চিকিৎসকের দেওয়া এমন সনদের কারণেই তাকে দায়িত্বে রাখা হয়েছিল।”

মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আইজিপি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “কাওসারের অসুস্থতার বিষয়টি আমরা জানতাম। একজন ডাক্তার তাকে সার্টিফিকেট দিলে তাকে ডিউটিতে নেওয়া হয়। এখন এ বিষয়গুলোতে আমাদের আরও সতর্কতার প্রয়োজন কি না, সে বিষয়ে আমরা আলোচনা করছি।”

উল্লেখ্য, শনিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যা করেন কনস্টেবল কাউসার। এ সময় তারা দুজন দূতাবাসের পাশে থাকা পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার কিছুক্ষণ আগে কনস্টেবল মনিরুল ও কাউসারের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মনিরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন কাউসার।

এছাড়া গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামের জাপান দূতাবাসের এক গাড়িচালক আহত হন। 

Link copied!