ছবি: সংগৃহীত
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
বুধবার, ১৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর প্রায় দেড় ঘণ্টা ঢাকামুখি ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ট্রেন চলাচল বন্ধ থাকে।
দুপুর ১টা ১০ মিনিটে একটি লাইন ক্লিয়ার করা হলে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে একটি লাইন দিয়েই ট্রেন আসা-যাওয়া করায় ট্রেনগুলোকে ক্রসিংয়ে থাকতে হচ্ছে।
কমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন দুপুর ২টার দিকে বলেন, ‘আরেকটি লাইন সচল করার কাজ চলছে। কিন্তু কখন পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।’
এই পরিস্থিতিতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। ফলে, যাত্রীদের দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকতে হচ্ছে।