নভেম্বর ২১, ২০২৩, ০৯:৩৩ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চতুর্থ এবং শেষ দিনের মতো চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম।
মঙ্গলবার (২১ নভেম্বর) চতুর্থ দিনের মতো সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এদিন সকালে বিভিন্ন আসনের বিপরীতে থেকে নেতারা মনোনয়ন ফরম কিনছেন, জমাও দিচ্ছেন।
মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উপলক্ষে প্রতিদিনের মতো এদিনও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উৎসবের আমেজ ও নেতাকর্মীদের ভিড় চোখে পড়ে।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম শেষ হচ্ছে বিকেল ৪টা এ কার্যক্রম চলবে বিগত দিনগুলোর মতো আজও বাড়ানো হতে পারে এক ঘণ্টা সময়।
মনোনয়ন ফরম বিক্রির গত তিন দিনে ৩ হাজার ১৯টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এসব ফরম বিক্রি করে এরই মধ্যে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে ক্ষমতাসীন দলটি।