ডিবি প্রধান হারুন করোনাভাইরাসে আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৬:৪৩ পিএম

ডিবি প্রধান হারুন করোনাভাইরাসে আক্রান্ত

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ প্রধান হারুন অর রশিদ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিন পিসিআর টেস্টে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

এদিকে ডিবি সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন।

আগামীকাল পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় করোনা টেস্ট করা বাধ্যতামূলক ছিল। ফলে করোনা পরীক্ষা করালে তা পজিটিভ হয়। তবে তার শারীরিক কোনো জটিলতা নেই।

Link copied!