সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:০৮ পিএম
ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশিদ আরেক মেয়াদে ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এনিয়ে তিনি তৃতীয়বারের মতো এ দায়িত্ব পেলেন।
গত ১৬ সেপ্টেম্বর শনিবারর দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে ডিবিপ্রধান হারুন অর রশিদকে সভাপতি এবং শিল্পপতি তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি পীরজাদা হারুন-অর রশিদ। এর আগে ডিআইজি হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ, নতুন সাধারণ সম্পাদক তোফায়েল কবির খানসহ অনেকে।
সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ বনভোজনে ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতির সদস্যরা তাদের পরিবারবর্গ নিয়ে হেরিটেজ রিসোর্টে বিভিন্ন রাইড ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে।