এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে সিয়ামকেও জিজ্ঞাসাবাদ করতে ডিবি পুলিশ ভারতে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
শনিবার (৮ জুন) ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: বাবা হত্যার বিচার চেয়ে ফেসবুকে এমপি আনারের মেয়ের আবেগঘন পোস্ট
এর আগে বাবা হত্যার বিচার চেয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেন এমপি-কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি লেখেন, “তোমার হত্যার বিচার আমি করবোই বাবা ইনশাআল্লাহ। চিন্তা করো না তুমি। তোমার ডরিন ভুলে যাবে না কোনদিনও। এতো নিকৃষ্টভাবে হত্যা তোমাকে কষ্ট দিয়েছে বিচার হবেই বাবা আমি ভুলবো না কখনোই। আমি এর শেষ দেখবো বাবা। আমার দ্বীর্ঘশ্বাস আর চোখের পানি ওপরে একজন দেখেছেন। বিচার আমি করবোই বাবা। আল্লাহ ভরসা।”
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।
এরপর ২২ মে কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে এমপি আনোয়ারুল আজিমকে হত্যার খবর ছড়ায়।