পুলিশি বাধায় শান্তিনগরেই শেষ হলো ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৫, ২০২৩, ০৬:১১ পিএম

পুলিশি বাধায় শান্তিনগরেই শেষ হলো ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল

তফসিল ঘোষণা হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

পুলিশি বাধায় স্থগিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন অভিমুখী গণমিছিল কর্মসূচি।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এ গণমিছিল শুরু করে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকেরা।

মিছিলটি নাইটেঙ্গেল মোড় দিয়ে কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তায় গিয়ে পৌঁছালে তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে সেখানেই আটকে দেয় পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘আন্দোলনের নতুন অধ্যায় রচনার’ হুঁশিয়ারি দিয়েছে দলটি।

এ সময় দলের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করে নানা স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করেন।

মিছিলটি নিয়ে পুনরায় শান্তি নগর থেকে আবারো বায়তুল মোকাররম এর অভিমুখে যাত্রা করে নেতাকর্মীরা পরবর্তীতে পল্টন মোড়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণা হলে দেশব্যাপী বিক্ষোভ ও আন্দোলন হবে। এই ঘোষণার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

এদিন এই মিছিলের রাজধানীর (বায়তুল মোকাররম, পল্টন, বিজয় নগর, শান্তি নগর, কাকরাইল) সড়কে দেখা দেয় যানজট। মিছিল শেষ হওয়ার পর আবার স্বাভাবিক হয় যানচলাচল।

Link copied!