জানুয়ারি ৪, ২০২৪, ০১:২৭ পিএম
এক সময় ঢাকা শহরে বর্জ্য উপচে পড়ে থাকত। রাস্তা, নর্দমা, হাঁটার পথে প্রায় শতভাগ বর্জ্য পড়ে থাকত। এ খাতে একটি অব্যবস্থাপনা ছিল। যা আমূল পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, এখন প্রায় ৮০ শতাংশ বর্জ্য নিয়মিতভাবে সংগ্রহ করে মাতুয়াইল ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাত থেকে ভোর পর্যন্ত ব্যাপক যান যন্ত্রপাতি ও যানবাহন প্রয়োজন হয়। সকাল বেলা নগরবাসী তাদের গন্তব্যে যাওয়ার জন্য যখন বের হয় তখন তারা যেন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর পায়, সেজন্য নিয়মিত এই কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করতে করপোরেশনের ইতিহাসে এই প্রথম নিজস্ব অর্থায়নে একসাথে ১০ টন সক্ষমতার অত্যাধুনিক ২৫টি ডাম্প ট্রাক ক্রয় করা হয়েছে।
আগে যান যন্ত্রপাতির অভাবে বিভিন্ন জায়গা হতে এসব বর্জ্য নিয়মিত সংগ্রহ করা যেতো না সে পরিপ্রেক্ষিতে এসব যানবাহন সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৭ কোটি ২৭ লাখ ৪৭ হাজার টাকায় এসব ডাম্প ট্রাক ক্রয় করা হয়েছে।