শিল্প সচিবের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

শিপ রিসাইক্লিং শিল্পে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৮, ২০২৪, ০৩:২৭ পিএম

শিপ রিসাইক্লিং শিল্পে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে আলোচনা

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র শিল্প সচিব জাকিয়া সুলতানার সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাক্ষাৎ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শিপ রিসাইক্লিং শিল্পে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র শিল্প সচিব জাকিয়া সুলতানার সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাক্ষাৎ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও উন্নয়ন অংশীদারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাসহ শিল্প মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম প্রধান জাহাজ পুনর্প্রক্রিয়াকারী দেশ। জীবনের শেষ সীমায় পৌঁছানো জাহাজের নিরাপদ ও পরিবেশসম্মত উপায়ে পুনর্প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে আইএমওর তত্ত্বাবধানে হং কং ইন্টারন্যাশনাল কনভেনশন, ২০০৯ প্রণীত হয়। ২০২৩ সালের ১২ জুন হংকং কনভেনশন অণুসমর্থন করা হয়েছে। সেই হিসেবে ২০২৫ সালের মধ্যে সব ইয়ার্ডে ট্রিটমেন্ট স্টোরেজ অ্যান্ড ডিস্পোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) হংকং কনভেনশন অনুযায়ী কম্প্লায়েন্ট না হলে শিপ রিসাইক্লিংয়ের জন্য নতুন করে কোনো জাহাজ ভাঙার অনুমোদন শিল্প মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে না। এ কারণে দেশের এই সম্ভাবনাময় শিল্পকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ নেওয়াসহ সার্বিক প্রস্তুতি ও করণীয়গুলো দ্রুত নির্ধারণ করতে হবে।

Link copied!