কোটা আন্দোলনসহ আগামী সপ্তাহের সব ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২৪, ০৪:৩৯ পিএম

কোটা আন্দোলনসহ আগামী সপ্তাহের সব ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কোটা বাতিলের দাবিতে আন্দোলনসহ আগামী সপ্তাহের সব ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব বিভাগের পুলিশ উপকমিশনাররা নিজস্ব পরিকল্পনায় কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।

শনিবার (১৩ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। অনাকাঙ্ক্ষিত যেকোনও পরিস্থিতিতে জনভোগান্তি নিরসনে ট্রাফিক বিভাগের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও ব্রিফিংয়ে আশ্বস্ত করেন তিনি।

পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, “রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসে সড়কে জনসমাগম বাড়বে।”

এ ছাড়া পুরো সপ্তাহ জুড়ে এইচএসসি পরীক্ষা, সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা এবং শিয়া মুসলিমদের পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। ধর্মানুষ্ঠান থাকায় ঢাকেশ্বরী মন্দিরসহ পুরান ঢাকা, মোহাম্মদপুর ও মিরপুরে যানজট বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ডিএমপি কর্মকর্তা বলেন, “ট্রাফিক চ্যালেঞ্জগুলো সামনে রেখে টিম ডিএমপি ক্রাইম ও সকল বিভাগের সমন্বয়ে একযোগে কাজ করবে। তাজিয়া মিছিল বা উল্টো রথযাত্রাকে ঘিরে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেদিকে ট্রাফিক বিভাগের প্রচেষ্টা থাকবে।”

এ ছাড়া বৃষ্টি ও জলাবদ্ধতার কথা মাথায় রেখে নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে রেখে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার মেহেদী হাসান।

Link copied!