বর্ষবরণের শোভাযাত্রা হবে কি না, জানেন না চারুকলার ডিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৫, ১১:৩৯ এএম

বর্ষবরণের শোভাযাত্রা হবে কি না, জানেন না চারুকলার ডিন

ছবি: সংগৃহীত

নববর্ষে আনন্দ শোভাযাত্রা হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ।

শনিবার, ১২ এপ্রিল ইন্ডিপেন্ট ডিজিটালের একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়। এদিকে চারুকলায় পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ আগুনে পুড়ে গেছে।

এ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এ কথা বললেন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ।

প্রতিকৃতি আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে চারুকলা অনুষদের ডিন বলেন, ‘তিনজন পুলিশ দায়িত্বে ছিলেন। কীভাবে ঘটেছে আমরা এখনও জানি না। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

ঘটনাটি উদ্দেশ্যমূলক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাই তো মনে হচ্ছে। এর আগে তো এমন হয়নি। আমরা খুবই বিপর্যস্ত।

অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ বলেন, ‘আমরা এ বিষয়ে একটা তদন্ত কমিটি করব। দুটি স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পুরোপুরি পুড়ে গেছে। আমরা এ বিষয়ে পরে কথা বলব।

প্রতিকৃতিগুলো নতুন করে বানানো হবে কি না জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন বলেন, ‘শোভাযাত্রা হবে কি না, আমরা জানি না। আলোচনা হচ্ছে, আমরা বসেছি। কথা বলছি। পরে জানাব।

Link copied!