অক্টোবর ১০, ২০২৩, ১২:৫৯ পিএম
ভোটের সময় সরকারের সাথে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এমনটাই জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। তবে এই সব জেনে তারা কি করবেন কোন সিদ্ধান্ত নিবে তা আমরা জানি না।
তিনি আরও বলেন, তারা দেশে ফেরার পর সিদ্ধান্ত নিবে পর্যবেক্ষক পাঠাবে কিনা।