শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন ড. ইউনূস

জাতীয় ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ১০:৫৯ এএম

শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে সাঈদের বাড়িতে যাবেন ড. ইউনূস। এ সময় আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমী।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুর ২টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

Link copied!