পহেলা বৈশাখে আলপনায় সাজানো হচ্ছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অল ওয়েদার সড়ক। হাওরের মিঠামইন উপজেলা থেকে অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত ১৪ কিলোমিটার এই সড়কে বৈশাখী আলপনা অঙ্কন শুরু করেছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ এর ব্যানারে ৬৫০ জন চিত্রশিল্পী।
আর এটি হবে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড। তাই গিনেস বুকে স্থান পাওয়ার জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন আয়োজকেরা।
গতকাল শুক্রবার বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে আলপনা আঁকা উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০ জন শিল্পী ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ আঁকার কাজ করছেন।
আগামীকাল পয়লা বৈশাখ মিঠামইনে এই কর্মযজ্ঞ দেখতে যাবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।