সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২৪, ০১:০৮ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

ঘুষ গ্রহণ ও অর্থপাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়া তার দুই সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলেমেয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

বিষয়টি নিয়ে এসব ব্যাংকে হালনাগাদ করা তথ্য ৩ কার্যদিবসের মধ্যে জানানোরও অনুরোধ জানিয়েছে বিএফআইইউ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, কোনও হিসাব স্থগিত করা হলে সেই হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি চিঠি দেওয়ার ৩ কার্যদিবসের মধ্যে বিএফআইইউয়ের কাছে পাঠানোর অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশন ইতোমধ্যে একটি অনুসন্ধান টিম গঠন করেছে।

Link copied!