কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৩, ০৪:৩৫ এএম

কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

রবিবার সকাল ১০ টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনের সভাকক্ষে বৈঠক শুরু হয়েছে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে কমনওয়েলথের  প্রাক-নির্বাচন প্রতিনিধি দল। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।  

বৈঠকে কমনওয়েলথের রাজনৈতিক বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেখা, সহ গবেষণা বিষয়ক কর্মকর্তা সারর্থাক রয় ও রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান লিনফর্ড অ্যানড্রিউস উপস্থিত আছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য নির্বাচন কমিশনার ও ইসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

গতকালকে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি দেশে আসেন। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দলটি ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

এর আগেও বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভোট পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করেছে ইসি। ইতোমধ্যে ইউরোপীয়, যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আনিছুুর রহমান নিশ্চিত করেছিলেন‘এটা প্রি-অ্যাসেসমেন্ট (প্রাক-মূল্যায়ন) টিম। আগে যেমন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র থেকে এসেছে। সে রকমই এরা পাঠাবে। এ টিম নির্বাচন পর্যন্ত থাকবে না।’ 
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী দল বাংলাদেশে অবস্থান করতে পারে।তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

Link copied!