কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে। তফসিল ঘোষণার লক্ষ্যে কাল বিকেল ৫টায় কমিশন সভা আহ্বান করেছে ইসি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারই প্রথম সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের এই তফসিল ঘোষণা করবেন সিইসি। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
ভোটের তারিখ সম্ভাব্য রাখা হয়েছে ৬ জানুয়ারি।
এর আগে, সোমবার আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।
সাংবাদিকরা এ বিষয়ে নির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু মাসের প্রথমার্ধের আরও কয়েকদিন বাকি আছে, সে পর্যন্ত অপেক্ষা করুন।
এর আগে, গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।
সে অনুযায়ী চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।