টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জরুরি বিজ্ঞপ্তি

জাতীয় ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ০৪:২৪ পিএম

টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জরুরি বিজ্ঞপ্তি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

টেকনাফ- সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী স্পীডবোট ও দেশী কান্ট্রিবোট মালিকদের জ্ঞাতার্থে জরুরী নৌ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (১৩ জুলাই) এ  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এতদ্বারা টেকনাফ সেন্টমার্টিন নৌ-পথে চলাচলকারী স্পীডবোট ও দেশী কান্ট্রিবোট মালিক/চালকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মায়ানমার থেকে বাংলাদেশী নৌযান সমূহে গুলি বর্ষণের ঘটনায় মায়ানমারের জলসীমা এড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পথ দিয়ে নৌযান অতিক্রমনের লক্ষ্যে শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় বিআইডব্লিউটিএ কর্তৃক দু‍‍`টি লাল ও একটি সবুজ স্ক্যারিক্যাল বয়া স্থাপন করা হয়েছে। লাল বয়াগুলো সেন্টমাটিন থেকে টেকনাফ যেতে হাতের বামে এবং টেকনাফ থেকে সেন্টমাটিন যেতে হাতের ডানে থাকবে। সবুজ বয়াটি সেন্টমাটিন থেকে টেকনাফ যেতে হাতের ডানে এবং টেকনাফ থেকে সেন্টমাটিন যেতে হাতের বামে থাকবে।

এমতাবস্থায়, উক্ত নৌ-পথে চলাচলকারী স্পীডবোট ও দেশী কান্ট্রিবোট মালিক/চালকদের জোয়ারের সুবিধা নিয়ে সর্বোচ্চ ৯ ফুট ড্রাফট নিয়ে স্থাপিত বয়া অনুসরণপূর্বক সতর্কতার সাথে উক্ত খাড়ি অতিক্রমের পরামর্শ দেওয়া যাচ্ছে।

Link copied!