সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগে ইইউ রাষ্ট্রদূতরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ০৯:৩৯ পিএম

সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগে ইইউ রাষ্ট্রদূতরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতরা। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যদের সংখ্যালঘুদের সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় ইইউ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

ইইউ দূতাবাসের পোস্টে বলা হয়েছে, “ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানাই।”

ইইউয়ের রাষ্ট্রদূতরা বলেছেন, “আমরা জরুরি ভিত্তিতে সংযত থাকতে, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশিকে আহ্বান জানাই।”

প্রসঙ্গত, ঢাকায় এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও নেদারল্যান্ডসের দূতাবাস রয়েছে।

Link copied!