জোটবদ্ধ নির্বাচনে সবাই চায় নৌকা, এককভাবে করবে তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৩, ০১:৫৯ পিএম

জোটবদ্ধ নির্বাচনে সবাই চায় নৌকা, এককভাবে করবে তৃণমূল বিএনপি

জোটগত ভাবে ১০টি দল চিঠি দিয়েছে, নৌকা প্রতীক চায় ৮টি দল। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলের মধ্য জোটগতভাবে ১০টি দল চিঠি দিয়েছে। সেখানে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে আট দল। এ কথা জানিয়ে শনিবার পর্যন্ত নির্বাচন কমিশনে দলগুলো চিঠি দিয়েছে। তবে নতুন নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপি সাথে প্রগতিশীল ইসলামী জোট যাবে নির্বাচনে। সেই সাথে রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির একাংশও নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার জন্য  চিঠি দেয় ইসিতে। নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপিসহ সমমনা কয়েকটি দল। জোট বদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপিসহ নিবন্ধিত ৩৪ টি দল কোন সিদ্ধান্ত জানায়নি ইসিকে। শনিবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলগুলো এই চিঠি দেয়।

নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এরূপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের আবেদন জানান। যার সময়সীমা ছিল তফসিল ঘোষণার পর তিনদিন। অর্থাৎ শেষ সময় ছিল শনিবার। তফসিল ঘোষণার পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কমিশনে ১০টি রাজনৈতিক দল চিঠিতে তা তুলে ধরে।

যে সব দল চিঠি দিয়েছে

চিঠি দেওয়া দলগুলো আবেদনে দেখা যায়, আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবে। সেই সাথে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আগ্রহ দেখিয়েছে জাসদ (ইনু),  ওয়াকার্স পার্টি, গণতান্ত্রিক পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দল ও বিকল্পধারার বাংলাদেশ নৌকা প্রতীকে জোট বদ্ধ হয়ে নির্বাচনে যাওয়া জন্য ইসিতে চিঠি দিয়েছে।

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া নতুন দল তৃণমূল বিএনপিও চিঠি দেয় ইসিতে। সেখানে তারা এককভাবে নির্বাচনে যাবে সোনালী আঁশে। প্রতীক নিয়ে নির্বাচনে যাবে ১৫টি দলের সমন্বয়ে প্রগতিশীল ইসলামী জোট এই মর্মে তারাও ইসিতে চিঠি দেয়। এই ইসলামী জোটের কেউই ইসির নিবন্ধন পায়নি। 

এইদিকে এরশাদের দল জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে এককভাবে না জোটগত ভাবে যাবে নির্বাচনে এই সিদ্ধান্ত ইসিতে কোন চিঠি দেয়নি। কিন্তু দুপুরে হঠাৎ করে জাপা‍‍র প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্বাচনে জোটগত ভাবে আওয়ামীলীগের সাথে নির্বাচনে যাওয়া চিঠি দেয় ইসিতে। 

চিঠিতে লেখা হয়, এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতিক “লাঙ্গল” কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

চিঠির আবেদন অনুযায়ী, আওয়ামী জোটে নির্বাচনে ক্ষমতাশীল দলসহ ৯টি দল। আর এককভাবে নির্বাচনে তৃণমূল বিএনপি। সকালে জাতীয় পার্টি থেকে এক চিঠিতে ইসিকে জানানো হয়, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্ধ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির দুই চিঠি, ব্যবস্থা নিবে কমিশন

জাপার দু‍‍টি চিঠি এসেছে, জিএম কাদের বলেছেন, কার স্বাক্ষরে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছে তারা জোটে ভোট করবে, ইসি কোন চিঠি আমলে নেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, এটা কমিশন দেখবে। কারণ দু‍‍টি চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।

তিনি আরও বলেন, সাইনিং অথরিটি কে হওয়ার কথা- নরমালি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি নরমালি হয়।

আওয়ামী লীগের চিঠিতে নেই অন্য দলগুলোর নাম

আওয়ামী লীগের চিঠির ভাষ্য জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগের চিঠিতে আছে যে তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে।

নৌকা প্রতীক নিয়ে কারা ভোট করবেন? জানতে চাইলে অশোক কুমার দেবনাথ  বলেন, আওয়ামী লীগের চিঠিতে সেটি বলা নাই যে, কারা ভোট করবে। তারা বলছে জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নৌকা প্রতীক নিয়ে করবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Link copied!