আগস্ট ২৬, ২০২৩, ০২:১২ পিএম
চুয়াডাঙ্গায় মতিয়ার রহমান (৫২) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী তাসলিমা ও মেয়ে ময়না খাতুনের(২৫) বিরুদ্ধে। পুলিশ তাদের আটক করেছে। কুপ্রস্তাব দেওয়ায় ওই হত্যাকাণ্ড ঘটনো হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মেয়ে ময়না খাতুন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জীবননগর থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাবিদ হাসান হত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শনিবার(২৬ আগস্ট) সকালে উপজেলার দেহাটী গ্রামের নিজ বাড়িতে শোবার ঘরে খুন হন মতিয়ার রহমান। নিহত মতিয়ার দেহাটী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি দেহাটী বাজারে ও আশপাশের গ্রামে ভাঙ্গাড়ি কেনাবেচা করতেন। তিনি দেহাটী মাঠপাড়ায় স্ত্রী, মেয়ে ময়না খাতুন ও দুই নাতনিকে নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, মেয়ে ময়নাকে পাশের গ্রাম কাশিপুরের সুমন নামের এক ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। তবে সুমন দ্বিতীয় বিয়ে করলে ময়না স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করতে থাকেন।
বাবাকে হত্যার কথা স্বীকার করে মেয়ে ময়না বলেন, আমার আব্বা আমাকে কু প্রস্তাব দেওয়ায় আমি তাকে ঘুমের মধ্যে ছুরি দিয়ে গলা কেটে পরে তার গোপন অঙ্গ কেটে হত্যা করি।
জীবননগর থানার ওসি মো. জাবিদ হাসান গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে মরদেহ নিয়ে আসি। হত্যার সঙ্গে জড়িত নিহতের মেয়ে ও স্ত্রীকে থানায় নিয়ে হত্যার আসল কারণ জানার চেষ্টা করছি।