‘জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা’

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৩, ০৩:১০ পিএম

‘জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা’

বিএনপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। : ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

‘বিএনপিতে এত বীর পুরুষ! তারা কোথায়? ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! শেখ হাসিনা সরকার আছে কিন্তু বিএনপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রিজভী প্রেস কনফারেন্স করে গুহা থেকে।’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা আছেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা থাকবেন, আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে বসে আছেন শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘হায় রে মির্জা ফখরুল (বিএনপির মহাসচিব), এখন টেলিভিশনও দেখবেন না। খালি দৌড়াচ্ছে। তাকে ওইদিন কেউ কেউ হরতাল ঘোষণার জন্য টেনে ধরেছিল।’

‘মাইকে প্রথমে অর্ধদিবস হরতালের ঘোষণা দিল। পরে আবার হাতমাইকে সারাদিন হরতাল বলে ঘোষণা দিল। এরপরেই দৌড়। বিএনপি বলেছিল আমরা নাকি পালাবার পথ পাব না কোথায় আমীর খসরু কোথায় গয়েশ্বর বাবু?’

ওবায়দুল কাদের বলেন, গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। সেই খেলায় আমরা জিতে গেছি। ভবিষ্যতে সেমিফাইনাল আর জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে।

মেট্রোরেল-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

Link copied!