অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশজুড়ে গাড়িতে আগুন, বিচ্ছিন্ন সংঘর্ষ, গাড়ি ভাংচুরসহ গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে।
এদিন ভোরবেলায় ঢাকা ও চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দূরপাল্লার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিন রাজধানীর মুগদা এলাকার মিডলাইন নামে একটি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ১১টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট পর্যন্ত পাওয়া খবরে দেশের বিভিন্ন স্থানে ৮টি আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬টা থেকে রাত ৭:১৫ পর্যন্ত (১৩ ঘণ্টায়) ৮টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পাওয়া গেছে।
যার মধ্যে ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভার) ২টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া) ১টি, রংপুর বিভাগে (পার্বতিপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি বাস, ১টি লরি, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল পুড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, অবরোধের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে গণপরিবহনে উপস্থিতি কিছুটা বাড়লেও যাত্রী অনুযায়ী ছিল রাজধানীরবাসী ভুগেছে পরিবহন সংকটে। দূরপাল্লার বেশিরভাগ যানবাহন ছেড়ে যায়নি টার্মিনাল।
এদিনও সড়কে বিশেষ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।