পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বিজয়ী জাতি। বিদেশিদের কথা চিন্তা করি না। বিদেশিরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। আর আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না। একাত্তর সালেও আমাদের সঙ্গে অনেকেই ছিলেন না। কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা বিজয়ী জাতি।’
শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার বাস্তবতার মতবাদে বিশ্বাসী। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়ে গেলে আমেরিকাও সমর্থন দেবে।
মন্ত্রী বিএনপিকে জ্বালাও-পোড়াও বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জনসমর্থন প্রমাণের আহ্বান জানান।
তিনি বলেন, দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব শ্রেণি-পেশার লোক ভোট দেওয়ার জন্য এক্কেবারে দাঁড়িয়ে।
মন্ত্রী বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, এ কথায় আমরা বিশ্বাস করি। দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।’
এ সময় তিনি সব পেশার মানুষকে পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
পররাষ্ট্রসচিবের ভারত সফরে দুই দেশের মধ্যকার ছোটখাটো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।