সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক

জাতীয় ডেস্ক

আগস্ট ১৭, ২০২৪, ০৩:৩০ এএম

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক

ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান, রাতে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে জানাল তারা ঢাকা থেকে এসেছে। এ সময় সাবেক এমপি বাসায় আছে কি না জিজ্ঞাসা করেন তারা। পরে রুমে ঢুকে রমেশ চন্দ্র সেনকে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে তাদের সবার কাছে অস্ত্র ছিল। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। সাবেক এমপি শারীরিকভাবে অসুস্থ বলার পরেও তারা কোনও কথা শোনেননি। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করলেও তারা কিছু বলেনি।

এ বিষয়ে  রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, “রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।”

উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ  সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন।

Link copied!