বিএনপির মিডিয়া সেলে নতুন চারজনকে সদস্য করা হয়েছে। নতুন চার সদস্য হলেন- ব্যারিস্টার আবু সায়েম, ডা. মোস্তফা আজীজ সুমন, মাহমুদা হাবীবা ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মিডিয়া সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার নতুন সদস্যদের মনোনয়ন দেন।
গণমাধ্যমের সাথে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গত বছরের ২১ জুন ১০ সদস্যের মিডিয়া সেল গঠন করে বিএনপি। সাবেক দুই ছাত্রনেতাকে এই সেলের নেতৃত্বে আনেন তারেক রহমান।
সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে সেলের আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে।
মিডিয়া সেলের অন্য সদস্যরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক শাম্মী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং দলের তথ্য ও গবেষণা সহসম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মাহমুদ, দিনকালের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান ও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।