কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বজনচর্চিত হয়ে উঠেছে। এতে কটাক্ষের শিকার হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ট্রোলকারীদের বিরুদ্ধে অভিযোগ করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যাচ্ছেন তিনি।
বুধবার (১৯ জুন) এই কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কোরবানির ঈদ উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন ইফাত নামের এক তরুণ। ফেসবুকে সেই ছাগলসহ ওই তরুণের বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তখন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে গুঞ্জন রটে, তার বাবা জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান।
তবে বিষয়টা নাকচ করে দিয়ে মতিউর বলেন, “এই সন্তান আমার না, এটা রহস্যজনক। যে ছাগল নিয়ে এত তুলকালাম ঘটল সেটাও বিক্রি হয়নি। সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে যেসব ট্রোল হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দ্বারস্থ হচ্ছি।”
ভাইরাল হওয়া সর্বজনচর্চিত ভিডিওতে দেখা যায়, ছাগলটি সঙ্গে নিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিতে ওই তরুণকে কথা বলতে দেখা যায়। ওই তরুণকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, ১১ জুন এটি ধানমন্ডি-৮ এ ডেলিভারি দেওয়া হবে। এমন একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।