মার্চ ১৫, ২০২৪, ০৭:১৮ পিএম
জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সরকার দ্রুততম সময়ে তাদের উদ্ধারে কাজ করছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেরিটাইম সেক্টরের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকেও নিয়মিত খোঁজ রাখছেন তারা। যেহেতু জাহাজটিতে যোগাযোগ করার সুযোগ সীমিত, তাই একটু সময় লাগছে। পাশাপাশি একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ যেহেতু আগে জলদস্যুর কবলে পড়েছিল, সেক্ষেত্রে প্রায় তিনমাস সময় লেগেছে। এই বিষয়টিও ভাবা হচ্ছে।’
পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি সদস্যদের ব্যাপারে আগের মতো যোগাযোগ হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।