সেপ্টেম্বর ১, ২০২৪, ০৫:৪২ পিএম
হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান উপদেষ্টা।
নুরজাহান বেগম বলেন, “কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেওয়ার মতো নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
চিকিৎসকদের আবারও কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হামলার ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে।”