আরও তিনদিনের জন্য হিট অ্যালার্ট জারি

জাতীয় ডেস্ক

এপ্রিল ২২, ২০২৪, ০৫:৩৫ এএম

আরও তিনদিনের জন্য হিট অ্যালার্ট জারি

তৃষ্ণার্ত রিকশাচালকের জলপান। ছবি: নাহিদ হাসান

গরমে অতিষ্ঠ দেশবাসী। এই তীব্রতা অসহনীয় হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে আরও তিনদিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

সোমবার (২২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বিষয়টি জানানো হয়।

এর আগে গতকাল রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পাবনা-চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী-টাঙ্গাইল-যশোর-কুষ্টিয়ার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুরসহ ঢাকা-রাজশাহী-খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর-ময়মনসিংহ-বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী তিনদিন অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সারা দেশে তিনদিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করা হয়েছিল।

Link copied!