প্রতীকী ছবি
বাংলাদেশ বর্তমানে তীব্র তাপপ্রবাহের আঘাতে রয়েছে। সোমবার দেশের ৩৩ জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে।
এই তাপপ্রবাহ শনিবার থেকে শুরু হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী এটি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দেশের অর্ধেকেরও বেশি অংশ এই তাপপ্রবাহের আওতায় আছে, আর অন্যান্য অঞ্চলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। যদিও কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, তবুও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরমের চাপ কমছে না।
বিএমডির আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সোমবার দুপুরে জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের সব জেলা তাপপ্রবাহের অধীনে রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের ফরিদপুর, মাদারীপুর ও পটুয়াখালিতেও তাপপ্রবাহ চলছে।
মোটামুটি ৩৩ জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, তাপপ্রবাহ মঙ্গলবারও চলতে পারে, তবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কারণে বুধবার থেকে কিছুটা কমতে পারে। এই সময়ে একটি নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৈয়দপুরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগেরদিন, রোববার যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার কয়রা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
বিএমডির আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণেই গরম অনুভূত হচ্ছে।
গত মাসে সাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, যা এখনও বাতাসে রয়ে গেছে। বিচ্ছিন্ন বৃষ্টি হলেও ধারাবাহিক বৃষ্টি না হলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
জনস্বাস্থ্য কর্মকর্তারা গরমের এ সময় পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ থেকে দূরে থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।