শান্তি সমাবেশের আগেই আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ০৪:১১ পিএম

শান্তি সমাবেশের আগেই আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

২৮শে অক্টোবর একযোগে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সরকার বিরোধীরা। বিএনপির মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। মহাসমাবেশের এক দিন আগেই রাজপথে নিজেদের শক্তির জানান দিচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার থেকেই আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই জরুরি বর্ধিত সভা, বিশেষ কর্মী সভা, মতবিনিময় সভা, শোভাযাত্রা ও উন্নয়ন মিছিলের মধ্যদিয়ে রাজপথে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

দলীয় সূত্র বলছে, চার দফা কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করেছে ইউনিট, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আওয়ামী লীগ সুত্র জানায়, তৃণমূলকে সংগঠিত করার জন্যই কয়েক দফা বৈঠক করা হয়েছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং সমাবেশের  আগ থেকেই শেষ হওয়া পর্যন্ত পাড়া মহল্লায় শক্ত পাহাড়ায় থেকে রাজপথ দখলে রাখার নির্দেশ রয়েছে।

আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সভা, সমাবেশ ও বৈঠক করেছে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতারা।

* ঢাকা-১০ সংসদীয় আসনের নেতা কর্মীদের নিয়ে বিশেষ কর্মী সভা ঢাকা মহানগর দক্ষিণের নেত্রীবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

* ঢাকা ৬ আসনে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

ধোলাইখাল মোড় ট্রাক স্ট্যান্ড অনুষ্ঠিত হওয়া এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মীসহ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও  কাউন্সিলররা।

* ঢাকা ২ আসনের কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ আয়োজিত আল হেরা কমিউনিটি সেন্টারে এক কর্মী সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ওয়ার্ড কাউন্সিলররা।

* স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে মিরপুরে বিশাল মিছিল হয়। মিছিলটি শেওড়াপাড়া হয়ে মিরপুর গোলচত্বরে এসে শান্তি ও উন্নয়ন সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের যেকোনও বিশৃংখলা ও অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।

* জরুরি বর্ধিত সভায় করেছে কাফরুল থানা আওয়ামী লীগ সহ ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

* ঢাকা উত্তর সিটি কপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

* ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, প্রস্তুতির যেনো কোন ঘাটতি না থাকে। বাঁশের মাথায় জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা মাঠে থাকবে।এমনভাবে প্রস্তুতি নেবেন যেন বিএনপি-জামায়াত ঘর থেকে বের হওয়ার সুযোগ না পায়। রাজপথ একটাই দল থাকবে সেটা আওয়ামী লীগ।

* ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, বৃহস্পতিবার থেকেই রাজপথে থাকবেন নেতাকর্মীরা। গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, শাহজাহানপুর, যাত্রাবাড়ি, কামমরাঙ্গীর চরসহ বিভিন্ন থানায় মিছিল হয়েছে। শুক্রবারও সভা-সমাবেশ ও মিছিল করবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

* ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, বিএনপি যাতে রাজপথ অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আমাদের নেতাকর্মীরা সতর্ক পাহাড়া দিচ্ছে, মিছিল করছে।

কী কর্মসূচি থাকছে আওয়ামী লীগের?

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত প্রতিটি সংসদীয় আসনে ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে যুবলীগ।

এদিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করবে ছাত্রলীগ।

একইদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৮ অক্টোবর বিএনপি নয়া পল্টনে ডেকেছে মহাসমাবেশ, গণ অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ ডেকেছে প্রেসক্লাব মোড়ে আর জামায়াতে ইসলামীর কর্মসূচি শাপলা চত্বরে। যদিও জামায়াত সমাবেশের অনুমতি পায় নি।

Link copied!