এই পর্যন্ত করিনি, তবে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২৩, ০৬:৪৫ পিএম

এই পর্যন্ত করিনি, তবে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

এই পর্যন্ত আওয়ামী লীগ কোথাও কোনো বিরোধী দলের কাউকে কখনো আক্রমণ করেনি মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আক্রমণ করবো না, এই পর্যন্ত করিনি,তবে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে। কেন ছাড়বো? এরা কারা? এরা ক্ষমতায় গেলে বাংলাদেশ গিলে খাবে গণতন্ত্রকে গিলে খাবে স্বাধীনতাকে গিলে খাবে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, যদি বিজয় অর্জন করতে চান এই পরাশক্তিকে চিহ্নিত করতে হবে। বিএনপি সকল অপশক্তির বিশ্বস্ত ঠিকানা, এদের পরাজিত করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিজয়ের শত্রুদের চিহ্নিত করতে হবে, কারা জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছিল! সাম্প্রদায়িক অপশক্তি, অর্থ পাচারকারী, হাওয়া ভবনের রচয়িতাদের চিহ্ন মুছে ফেলতে হবে। বিএনপির মুখে মধু অন্তরে বিষ, এরা বিশ্বাসঘাতক, এদের বিশ্বাস করা যায় না।

গয়েশ্বর চন্দ্রকে উদ্দেশ্য করে কাদের বলেন, অনুমতি না দিলে অলিগলি দখল করবে, কদিন আগে কোরাল মাছের ঝোল খেয়েছেন, আপনার কপাল খারাপ হয়ে আছে। কোন গলিতে কে থাকে আমরা তা দেখে নিবো অলি গলিতে গিয়েও কে কোথায় আশ্রয় নেয় আমরা তাও দেখব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮ তারিখ কোথায় কার কাজ কোথায় কার সীমারেখা আপনাদের বিস্তারিত বলেছেন নেতারা। ২৭ তারিখ থেকে চোখে ঘুম থাকবে না, প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে। সজাগ পাহারায় থাকতে হবে যেখানে প্রশ্ন অস্তিত্বের সেখানে ঘুম নেই।

সেতুমন্ত্রী আরও বলেন, বাইরে কে কি বলছে আমাদের শোনার দরকার নাই। শেখ হাসিনার সাহসী কান্ডারির নেতৃত্বে যদি বিজয় অর্জন না করতে পারি তাহলে আর কবে পারব। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অপরাজনীতি ও পরাজিত শক্তিকে শেষ করবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয় ও কাউন্সিলর; ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা/থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; সংশ্লিষ্ট এলাকাসমূহের নির্বাচিত দলীয় সকল জনপ্রতিনিধি এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Link copied!