চৈত্র সংক্রান্তিতে পার্বত্য জেলা ও সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীর ছুটি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৫, ০৫:৩৮ পিএম

চৈত্র সংক্রান্তিতে পার্বত্য জেলা ও সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীর ছুটি

ছবি: সংগৃহীত

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছুটি থাকবে। এ ছুটি সাওতাল, গারো, খাসিয়াসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠির জন্যও প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার, ২০ মার্চ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘এই চৈত্র সংক্রান্তিতে দেশের তিন পার্বত্য জেলায় ছুটি থাকবে।’

এটাকে ঐতিহাসিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘এমনিতে তো পয়লা বৈশাখে ছুটি থাকে। কিন্তু এবার তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে ছুটি থাকবে।’

‘কারণ পার্বত্য চট্টগ্রামে বিজু-বৈসাবি-সাংগ্রাইয়ে তারা ফেস্টিভালের আয়োজন করেন এবং তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হচ্ছে,’ বলেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, ‘এই ছুটিটা সমতলের বাঙালি ছাড়া জাতিগোষ্ঠীগুলো যেমন, সাওতাল, খাসিয়া বা গারো তাদের জন্যও প্রযোজ্য হবে।’

Link copied!