মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে খুলনার কয়রা থানা পুলিশের দুজন এসআইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনের মাথা ফেটে গেছে।
শুক্রবার (৭ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার একটি হোটেলে পুলিশের ওই দুই কর্মকর্তা মারামারিতে লিপ্ত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “থানার দুজন এসআইয়ের মধ্যে ঝামেলা হয়েছে।”
তাদের পরিচয়- এসআই নিরঞ্জন মণ্ডল ও মো. মাসুম। এ ঘটনায় মো. মাসুমের মাথা ফেটে গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, আঁখি হোটেলে এসআই মো. মাসুম খাওয়ার জন্য বসেন। এরই মধ্যে মোটরসাইকেলযোগে এসআই নিরঞ্জন সেখানে উপস্থিত হন। মোটরসাইকেল থেকে নেমেই এসআই মাসুমকে গালমন্দ করতে থাকেন তিনি। পাল্টা কথা বলতে ছাড়েননি মাসুমও। একপর্যায়ে তারা দুজনেই মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে হোটেলে থাকা লোকজন তাদের শান্ত করেন।
মারামারির কারণ উল্লেখ করে স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেল আটককে কেন্দ্র করে থানার দুজন এসআই মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে এসআই নিরঞ্জনের চেয়ারের আঘাতে এসআই মাসুমের মাথা ফেটে রক্ত বের হয়। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জেলার সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ধরনের ঘটনা দুঃখজনক। এই ঘটনায় এসআই নিরঞ্জনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।”