গণঅধিকার পরিষদ নেতা মশিউর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৩, ০৯:৩৪ পিএম

গণঅধিকার পরিষদ নেতা মশিউর গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দলটির পক্ষ থেকে বিকেলে সাদা পোশাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে হাতিরঝিলে মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেইট থেকে তাকে তুলে নিয়ে যায়। দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ বলেন, মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।‍‍` বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর সময় কোন কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যাবে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ গণমাধ্যমকে জানান, আজ বিকেল ৫টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেইট থেকে সাদা পোশাকে ডিবি মশিউর রহমানকে তুলে নিয়ে গেছে।

Link copied!