কোটা আন্দোলন ২০২৪

সত্যতা না পাওয়া গেলে মামলা খারিজ হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৪, ২০২৪, ০৬:৫২ পিএম

সত্যতা না পাওয়া গেলে মামলা খারিজ হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় অজ্ঞাতপরিচয় অনেক শিক্ষার্থীকে আসামি করে মামলা করা হয়েছে। সত্যতা না পাওয়া গেলে মামলা খারিজ হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, “মামলার বিষয়ে তদন্তের আগে কিছু বলা যাবে না। তদন্তের পর মামলার মেরিট দেখে বিবেচনা করা হবে। সত্যতা না পাওয়া গেলে মামলা খারিজ হয়ে যাবে।”

শিক্ষার্থীদের ভুল পথে নেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোটা নিয়ে শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে। সবকিছুই বিচার বিভাগের হাতে। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরও আন্দোলন অযৌক্তিক। কোটা বিরোধী আন্দোলনে স্বার্থান্বেশী মহল উস্কানি দিচ্ছে।”

Link copied!