অক্টোবর ২২, ২০২৩, ০৪:৪৮ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির খায়েশ পূরণ হবে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে, কারও জন্য অপেক্ষা করবে না।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সংবিধান বহাল রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, পছন্দ না হলে কারো জন্য ভোট আটকে থাকবে না। আগামী নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। মিস করলে পিছিয়ে পড়বেন।
সেতুমন্ত্রী আরও বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ, দখল করে বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন, সেই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। সেটা আমরা হতে দেব না।
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে সারাদেশে রবিবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।
সভায় নিজ মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি, ভুলত্রুটি হতে পারে আমি নিজেকে কখনোই পারফেক্ট মানুষ দাবি করি না।”